শাকিরার প্রেমিক ‘ঘরছাড়া’
- বিনোদন মোমেন্টস
- প্রকাশ: ০২ জুন ২০২২, ০৪:১৩ PM , আপডেট: ০২ জুন ২০২২, ০৪:১৩ PM

পপসম্রাজ্ঞী শাকিরার দীর্ঘদিনের প্রেমিক বার্সেলোনা তারকা জেরার্ড পিকে। এই জুটির প্রেমের রসায়নের গল্প প্রায় সবারই জানা। কিন্তু একযুগ ধরে চলা সেই সম্পর্কেই ভাঙ্গনের আভাস।
স্প্যানিশ মিডিয়া মারফত জানা যায়, একযুগ ধরে প্রেমের সম্পর্ক রয়েছে স্প্যানিশ ডিফেন্ডার পিকে ও বিখ্যাত পপ তারকা শাকিররা। সম্পর্ক টিকিয়ে রাখার উদ্দেশ্যেই বিয়ে করছিলেন না। এবার শেষ রক্ষা বোধহয় হচ্ছে না।
কাতালান দৈনিক এল পিরিওদিকো দাবি করেছে, অন্য তরুণীর সাথে প্রেম করতে গিয়ে ধরা পড়ে যাওয়ায় পিকের জায়গা হয়নি ঘরে। সপ্তাহখানিক শাকিরা ও পিকে থাকছেন আলাদা। তবে আনন্দেই আছেন পিকে। বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে জমিয়ে পার্টি করছেন পিকে।
এদিকে গত মার্চের পর সোশ্যাল সাইটে তার প্রেমিককে নিয়ে কোনো পোস্ট করেননি শাকিরা। অন্যদিকে পিকেও শাকিরাকে নিয়ে কোনো পোস্ট করছেন না। তাই পত্রিকাটির দাবি এসব কারণই তাদের সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিচ্ছে।