প্রকাশ্যে এলো সোনাক্ষী-জাহিরের প্রেমের সম্পর্ক

প্রকাশ্যে এলো সোনাক্ষী-জাহিরের প্রেমের সম্পর্ক
সোনাক্ষী সিনহা- জাহির ইকবাল  © সংগৃৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রেমে মজেছেন অভিনেতা জাহির ইকবালের সঙ্গে। এই প্রেম এতদিন ছিল বি টাউনের আলোচনায়। এবার পেল অফিসিয়াল স্বীকৃতি। তাদের প্রেম প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয়টি সোনাক্ষী  জানান দিলেন নিজের জন্মদিনেই।  

সোনাক্ষী সিনহার ৩৫তম জন্মদিন ছিলো গত ২ জুন। সেইদিন ভালোবাসার মানুষটিকে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানান জহির। শুভেচ্ছার সাথে তার প্রতি ভালোবাসার কথাও জানিয়ে দেন। ‘আই লাভ ইউ’ লিখে একটা ভিডিও পোস্ট করেছেন জহির। সেই ভিডিওতে জাহির ও সোনাক্ষী দুজনেই বিমানে ছিলেন।

ইনস্টাগ্রামে ক্যাপশনে জাহির লেখেন, “হ্যাপি বার্থ ডে সোনজজ। আমাকে মেরে না ফেলার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য রইলো আরও অনেক খাবার, ঝগড়া ও  ভালোবাসা।” এই পোস্টের মন্তব্য ঘরেও উত্তরও দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘‘থ্যাঙ্ক ইউ। লাভ ইউ। এবার আমি আসছি তোমায় মেরে ফেলতে।’’

জাহির ইকবালের অভিষেক হয় সালমান খান প্রযোজিত সিনেমা ‘নোটবুক’ দিয়ে।  বলিউডের আপকামিং মুভি ‘ডাবল এক্সএল’-সিনেমায় দেখা যাবে জাহিরকে। সেখানে জাহিরের সঙ্গে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশি।

কয়েক সপ্তাহ আগে সোনাক্ষী হিরের আংটি পরা ছবি প্রকাশ্যে আনলে তা নিয়ে শুরু হয় আলোচনা। অনেকে ধারণাও করেছিলেন বোধহয় জাহিরের সঙ্গে তাঁর বাগদান পর্ব সারা হয়ে গেছে। 

যতই লুকিয়ে রাখতে চেয়েছিল না কেন কিন্তু পাপারাজ্জিদের নজর এড়াতে পারেনি এই জুটি। ঠিকই ভিন্ন ভিন্ন সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন এই প্রেমিক যুগল। অবশেষে নীরবতা ভাঙতেই হলো। ফলে প্রকাশ্যে এই জুটির প্রেম রসায়নের খবর।