শিশুতোষ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মিথিলা

সিনেমা
রাফিয়াত রশিদ মিথিলা  © সংগৃৃহীত

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা চলতি মাসের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ শিরোনামের শিশুতোষ চলচ্চিত্রটি পরিচালনা করছেন লুবনা শারমিন।  প্রখ্যাত লেখক শাহরিয়ার কবিরের বিখ্যাত ছোটদের উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য করা হয়েছে। 

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে শিশুতোষ শাখায় ৬০ লাখ টাকা অনুদান পায়।  আগামী ২০ জুলাই থেকে সীতাকুণ্ডে সিনেমাটির শুট শুরু হবে।

আরও পড়ুন: গরুর হাটে বসবে ‘ডিজিটাল পেমেন্ট বুথ’  

সিনেমাটি পরিচালক লুবনা শারমিন জানিয়েছেন, ‘শিশুতোষ এই সিনেমায় মিথিলাকে পেয়ে আমরা আনন্দিত। সীতাকুণ্ডে শুটিং শুরু হবে; এরপর ঢাকাসহ বিভিন্ন জায়গায় শুট করব সিনেমাটির।’

সিনেমাটির সহ-প্রযোজনায় যুক্ত হয়েছেন মেঘলা ইসলাম। সিনেমায় অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাতসহ অনেকেই।

দেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল মিথিলা। অন্যদিকে তিনি বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন। দেশে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অমানুষ’। বর্তমানে কলকাতার একাধিক সিনেমায় কাজ করছেন বাংলাদেশের এই অভিনেত্রী।


মন্তব্য