কারিনা কাপুর আবারও মা হতে যাচ্ছেন?
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০৫:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২২, ০৫:০৪ PM

কারিনা কাপুরের ঘরে আবারও নতুন অতিথি আসবে কি না এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সে এবং তার স্বামী সাইফ আলি খান লন্ডনে ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সেখানে গিয়ে তোলা সেল্ফি পোস্ট করেই যত প্রশ্নের জন্ম দিয়েছেন কারিনা।
সম্প্রতি কারিনা সোশাল মিডিয়ায় সাইফসহ সেল্ফি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল নেট দুনিয়ায়।
কারিনার পোস্ট করা সেই ছবিতে বেবি বাম্প দেখা গেছে এমন কৌতুহল দেখাচ্ছে নেট নাগরিকেরা। আর তাই প্রশ্ন জুড়ে দিচ্ছেন মন্তব্য ঘরে। আর সেই প্রশ্ন হলো পাতৌদি ও কাপুর পরিবারে আবারও নতুন অতিথির আগমন ঘটবে কী না। অনেকে প্রত্যাশাও করছেন বলিউড অভিনেত্রী কারিনা আবারও যেন মা হোন।
এর আগে ১১ জুলাই ইন্সটাগ্রামে আলেকজান্দ্রা গ্যালিগানের পোস্ট করেন ছবি। যেখানে কারিনা এবং তার জাহাঙ্গীরকে দেখানো হয়েছিল। আরেকটি ছবিতে সাইফকে রান্নাঘরে তাদের জন্য খাবার তৈরি করতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য ঘরে নানা ধরণের পরামর্শ দিচ্ছেন অনেক ভক্তরা।একজন ভক্ত লিখেছেন, ‘আবারও মা হতে চলেছেন! আপনি নিজের স্বাস্থ্য নিয়েও একটু ভাবুন কারিনা। আপনাকে কারিশমা কাপুরের চেয়েও বেশি বুড়ো লাগে এখন।’
অপর একজন লিখেছেন, ‘ফের প্রেগন্যান্ট?’
হাস্যরসও করছেন কেউ কেউ। যেমন একজন লেখেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকার প্রচার চালাচ্ছে। আর আপনারা এই ধরনের কাজ করে চলেছেন। সাধারণ মানুষ কী শিখবে? এভাবেই চালাতে থাকুন। তাহলে কিছুদিনের মধ্যে পাতৌদি ক্রিকেট টিম তৈরি হয়ে যাবে।’
তবে বলিউড দম্পত্তি এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।