বাপ্পীকে বেয়াদব বললেন মিশা

বিনোদন
ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খলনায়ক মিশা সওদাগর  © ফাইল ফটো

ইদে ছবি মুক্তির পর থেকেই বাংলাদেশে আলোচনার হট টপিক হয়ে দাঁড়িয়েছে বাংলা সিনেমা। প্রথমে অনন্ত জলিল-বর্ষা এবং পরাণ টিমের কথার লড়াই দিয়ে সিনেমাপাড়া উত্তাল হয়ে ওঠে। এবারের ইদে বাপ্পী কিংবা মিশা কারোরই কোন সিনেমা মুক্তি না পেলেও কথার লড়াইয়ে মেতেছেন তারাও। এই দ্বন্দের শুরু হয় বাপ্পীর কথা দিয়ে। বাপ্পী মিশাকে সুবিধাবাদী ট্রেন্ডি বলেছেন। জবাবে মিশা বাপ্পীকে বেয়াদব আখ্যা দিলেন।

সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানে মিশাকে নিয়ে বাপ্পী বলেছেন, ‘যেখানে ট্রেন্ড হয়, সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। “পরাণ” ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই “পরাণ”–এর ট্রেন্ডে দৌড়াচ্ছেন। “হাওয়া” ট্রেন্ডে “হাওয়া”–তে দৌড়াচ্ছেন। সুবিধাবাদী ট্রেন্ড আরকি।’ এই কথাতেই রেগে যান মিশা। তবে রাগ নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় জাবাব দিয়েছেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খলনায়ক মিশা সওদাগর।

মিশা বলেন,  ‘ট্রেন্ডের কথা যে বাপ্পী বলেছে, ট্রেন্ডের  মানে কী? যাহোক, সঠিক সময়ে বিয়ে করলে বাপ্পীর মতো ছেলে থাকত আমার। ও তো বেয়াদব। ছেলে বেয়াদব হতে পারে। তাই বলে তো বাবা বেয়াদব হতে পারে না। আমি দেশ ও দেশের সংস্কৃতিকে ভালোবাসি, এ জন্য যদি সুবিধাবাদী বলা হয়, হোক।’ 

মিশা আরও বলেন,  ‘পরাণ-এর প্রযোজক অতুল ভাই ও আরাফাত ভাই ছবিটি দেখতে আমাকে দাওয়াত করেছিলেন। আমি গিয়েছিলাম। ছবি ভালো হয়েছে প্রশংসা তো করবই। অন্যদিকে হাওয়া মুক্তির আগেই গানটি যে পরিমাণ হিট হয়েছে, আমি মনে করি, ১৫–২০ বছর পর একটি গান দিয়েই দর্শক ফেরাতে পেরেছে “হাওয়া”। আমি এখনো হাওয়া দেখিনি, দেখব। তবে শুনেছি, ভালো হয়েছে। এ কারণেই ছবি দুটি নিয়ে আমার অনুভূতিতে যা এসেছে, তাই বলেছি, বলছি। এ জন্য কে কী বলল, তা দেখার নাই।’

বাপ্পীর সাথে মিশার বিরোধ আছে কিনা বা বাপ্পীর সিনেমা দেখে কখনো ভালো কিছু না বলায় বাপ্পী এমন মন্তব্য করেছে কিনা জানতে চাইলে মিশার পালটা প্রশ্ন, 'বাপ্পীর কোনো ভালো ছবি আছে নাকি? আমার তো জানা নাই। আপনারা সাংবাদিকেরা জানলে জানতে পারেন। তা ছাড়া কোনো ছবিতে অভিনয় করে জাতীয় পর্যায়ে বা অন্য কোনো সম্মানীয় পুরস্কার বাপ্পী পেয়েছে, এমন খবর আজও শুনিনি।'


মন্তব্য


সর্বশেষ সংবাদ