‘দিন দ্য ডে’র পর এবার আসছে ‘নেত্রী দ্য লিডার’

বিনোদন
অনন্ত ও বর্ষা  © ফাইল ফটো

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’ ব্যাপক সাড়া ফেলেছে। ঢাকাই ছবির ইতিহাসে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা এটি। সিনেমাটি নির্মাণে একশো কোটি টাকা খরচ করা হয়েছে। 

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটির নায়িকা বর্ষা ‘নেত্রী দ্য লিডার’ নামে নতুন আরেকটি সিনেমার আসার কথা জানিয়েছেন।

তিনি বলেন, তিনি বলেন, আমাদের আরেকটা সিনেমা 'নেত্রী দ্য লিডার' আসছে। সিনেমাটির ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। 

“তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। সেই দেশের অংশের কাজটা বাকি আছে। গল্পের প্রয়োজনে ওখানে যেতে হবে। আশা করছি, সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে শুটিং শেষ হবে। এটাই বড় একটা চমক।”

ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনার একটি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মোর্তেজা অতাশ জমজম।  সিনেমায় অনন্ত জলিল নিজ নামে অভিনয় করেছেন। যেখানে দেখা গেছে, তিনি এবং তার স্ত্রী বর্ষা বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা সোয়াত (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) এ কর্মরত।

সিনেমার বিষয়ে বর্ষা বলেন, সবসময়ই আমরা এই কথাটা বলি ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থান আর অন্য যেকোনো শিল্পীদের অবস্থান কিন্তু একরকম না। কারণ আমরা নিজেরাই অর্থলগ্নি করি সিনেমায়। নিজেরাই নিজেদের প্রোডাকশনে কাজ করি। ইচ্ছা করলে একসঙ্গে ৫টা সিনেমায় লগ্নি করতে পারব না।