ঢাকায় আসছে বিটিএস

বিনোদন
কোরিয়ার বিখ্যাত ব্যান্ড দল বিটিএস  © ফাইল ফটো

বিখ্যাত কোরিয়ান ব্যান্ডদল বিটিএস এবার ঢাকায় আসছে। এমন খবরে উচ্ছ্বাস দেখা দিয়েছে বাংলাদেশের বিটিএস ফ্যানদের মাঝে। আর এই বিখ্যাত ব্যান্ড দলকে বাংলাদেশে আনার ব্যবস্থা করছেন প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। বিটিএসের শো ঢাকায় করার ব্যাপারে আশাবাদী তিনি। উল্লেখ্য এর আগে তিনি বাংলাদেশে শাহরুখ খান, আদনান সামি সহ অনেক তারকাকে বাংলাদেশে এনে শো করিয়েছেন। 

বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের তালিকার শীর্ষে রয়েছে বিটিএস। তরুণ-তরুণীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কোরিয়ান ব্যান্ডটি। তাদের অনুসারীরা তাদের মত হেয়ারকাট, পোশাক আশাক পরে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করে থাকেন। বাংলাদেশে এই ব্যান্দের সমর্থকেরা নিজেদের 'বিটিএস আর্মি' বলে দাবি করে থাকেন। বিটিএসের বাংলাদেশে শো নিয়ে বেশ উচ্ছ্বসিত বিটিএস ভক্তকুল। 

বিটিএসের সাথে যোগাযোগ করা নিয়ে স্বপন চৌধুরী বলেন, ‘আমরা অফিশিয়ালি যোগাযোগ করেছি। তাদের ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। তারা ২০২৩ সালের প্রথমভাগে একটি সময় বের করবেন বলে জানিয়েছেন এবং বাংলাদেশে আমার কাজের পোর্টফোলিও, এদেশে বিটিএস-এর ক্রেজ সম্পর্কে জেনেই তারা ২০২৩ সালে আসবেন। আমরা এ বছরের শেষদিকে তারিখ চূড়ান্ত হলে তা গণমাধ্যমসহ সকলের কাছে খবরটি পৌঁছে দিতে পারবো।’

বিটিএস বংলাদেশে শো করবে এই বিষয়ে বেশ আত্মপ্রত্যয়ী স্বপন চৌধুরী। তিনি বলেন,  ‘আমি শাহরুখ খানকে এদেশে এনে ইভেন্ট করিয়েছি, আদনান সামীসহ বিশ্বখ্যাত তারকারা এসেছেন। তাই আমি অথেনটিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশে শ্রোতা-দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন, বিটিএস-এর পারফর্মেন্স দেখার জন্য।’

বাংলাদেশে কোরিয়ান ব্যান্ড বিটিএস এর যে জনপ্রিয়তা তা ঈর্ষণীয়। বিশেষ করে ১৫-২৩ বছর বয়সী তরুণ-তরুণীদের ক্ষেত্রে বিটিএসের পাশাপাশিই কোরিয়ান লাইফ স্টাইলও বেশ জনপ্রিয়। এমন অবস্থায় বাংলাদেশে শো করতে এলে তরুণ তরুণীদের তথা এদেশের সাধারণ মানুষের মাঝেও ব্যাপক সাড়া পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।