ফিল্মফেয়ার জিতলেন রনবীর-কৃতি; সেরা সিনেমা শেরশাহ

বিনোদন
ফিল্মফেয়ার জিতলেন রনবীর-কৃতি; সেরা সিনেমা শেরশাহ  © ফাইল ফটো

গতকাল (৩০ আগস্ট) ৬৭ তম ফিল্মফেয়ার এর বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরষ্কার ঘোষণা করা হয়। এবারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে শেরশাহ। সেরা অভিনেতা হিসেবে রনবীর সিং(৮৩ সিনেমায়) এবং সেরা অভিনেত্রী হিসেবে কৃতি শ্যানন (মিমি) পুরস্কার জিতেছেন। আজীবন সম্মাননা দেয়া হয়েছে পরিচালক সুভাষ ঘাই কে। 

৬৭ তম ফিল্মফেয়ার এর বিজয়ীদের নাম
আজীবন সম্মাননা- সুভাষ ঘাই (পরিচালক) 

জনপ্রিয় বিভাগ-

*সেরা সিনেমা - শেরশাহ

*সেরা পরিচালক- বিষ্ণু বর্ধন (শেরশাহ) 

*সেরা অভিনেতা- রনবীর সিং (৮৩) 

*সেরা অভিনেত্রী- কৃতি শ্যানন (মিমি) 

*সেরা সহ অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠী (মিমি) 

*সেরা সহ অভিনেত্রী- সাই তামহানকার (মিমি) 

*সেরা গায়ক- বি প্রাক (মান ভারেয়া-শেরশাহ)

*সেরা গায়িকা- আশীষ কৌর (রাতা লাম্বিয়া, শেরশাহ)

*সেরা গীতিকার - কৌসর মুনির (৮৩)

*সেরা মিউজিক অ্যালবাম- শেরশাহ 

নবাগত বিভাগ-

*সেরা নবাগত পরিচালক- সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেরভি) 

*সেরা নবাগত অভিনেতা - ইহান ভাট (৯৯ সং'স) 

*সেরা নবাগত অভিনেত্রী - শর্বরী ওয়াগ (বান্টি অর বাবলি) 

সমালোচক বিভাগ-

*সেরা সিনেমা - সর্দার উধম (সুজিত সরকার) 

*সেরা অভিনেতা- ভিকি কৌশল (সর্দার উধম) 

*সেরা অভিনেত্রী- বিদ্যা বালান (শেরনি) 

কারিগরি বিভাগ-

*সেরা গল্প - চান্ডিগর কারে আশিকি 

*সেরা চিত্রনাট্য - শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ (সর্দার উধম) 

*সেরা সংলাপ - দিবাকর ব্যানার্জী ও বরুন গ্রোভার (সন্দ্বীপ অর পিংকি ফারার)

*সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর - শান্তনু মৈত্র (সর্দার উধম) 

*সেরা চিত্রগ্রাহক  - অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)

*সেরা প্রোডাকশন ডিজাইন - মানবী ধ্রুব ও দিম্রিতি মালিচ (সর্দার উধম) 

সেরা কস্টিউম ডিজাইন - বীরা কাপুর (সর্দার উধম) 

*সেরা সাউন্ড ডিজাইন - দীপঙ্কর চাকরি ও নিহার রঞ্জন (সর্দার উধম) 

*সেরা সম্পাদনা- শ্রীকার প্রসাদ (শেরশাহ) 

*সেরা অ্যাকশন- রড্রিগেজ (শেরশাহ) 

*সেরা ভিএফএক্স- ভিএফএক্স ওয়ালা এডিট এফএক্স স্টুডিও (সর্দার উধম) 

*সেরা কোরিওগ্রাফি- বিজয় গাঙ্গুলি (চাকা চাক, আতরাঙ্গি রে)


মন্তব্য


সর্বশেষ সংবাদ