ডব্লিউএইচও
আবারও বাড়ছে করোনা প্রকোপ; প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ১৭০০ জন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:৩৯ PM

২০১৯ সালে শুরু হওয়া করোনা থমকে দিয়েছিলো পুরো বিশ্বকে। চীনের উহানে প্রথম সনাক্ত হওয়া এই করোনা ২০২২ সাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় দেড় কোটি মানুষের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই করোনা ভাইরাসের প্রকোপ আবারও বাড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে মৃত্যু হচ্ছে ১ হাজার ৭০০ জনের। গতকাল বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, করোনা এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় ১৭০০ জনের প্রাণ কেড়ে নিচ্ছে বলে জানিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস। এর পরিপেক্ষিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে করোনা প্রতিরোধী টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসার পরও করোনার টিকা নেওয়ার প্রবণতা কমে গেছে। বিশেষ করে স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার হার কমেছে। অথচ সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তাঁরা অন্যতম।’
সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের শেষ ডোজ নেওয়ার ১২ মাসের মধ্যে আবারও ভ্যাকসিন নিতে সুপারিশ করছে ডব্লিউএইচও। একইসঙ্গে ফলোআপ, নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য সব দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনার সংক্রমণের খবর পাওয়া যায়। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনা। এই মহামারিতে মারা গেছেন ৭০ লাখের বেশি মানুষ।