উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হবে: ধর্ম উপদেষ্টা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৪, ০৫:২৫ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘ছাত্র আন্দোলনে আহতদের প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করে প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। আমরা আজকে ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে এসেছিলাম। সেখানে আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে রোগীদের ৫ কোটি টাকার দেওয়া হয়েছে এবং আরও ৫ কোটি টাকার ফান্ড কালেকশন চলছে।’
উপদেষ্টা ড. আ খ ম খালিদ হোসেন আরও বলেন, ‘এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩৬ জন চিকিৎসাধীন ছিল। এর মধ্যে ১০ জন চলে গেছে, এখন পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন। এখানে অনেকের অবস্থা এখনো গুরুতর, তাদেরও চিকিৎসা চলছে।’
আহতদের চিকিৎসায় হাসপাতালের কোনো অবহেলা হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘হাসপাতাল থেকে এমন কোনো অবহেলার অভিযোগ পাওয়া যায়নি এবং তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। যাদের অবস্থা গুরুতর তারা মারা যাচ্ছেন, সেক্ষেত্রে তো কিছু করার নেই। এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’