চিকিৎসকদের সন্তানতুল্য বলে কাজে ফেরার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ AM
ঢামাকে হামলার প্রতিবাদে সারাদেশে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা করেছে চিকিৎসকরা। এতে স্থবির হয়ে পড়ছে স্বাস্থ্যব্যবস্থা। ফলে ভোগান্তিতে পড়েছে শত শত রোগী।
এদিকে চিকিৎসদের সন্তান সমতুল্য আখ্যা দিয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র মৃত্যুর ঘটনা পীড়াদায়ক।
আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে এই আহ্বান জানান উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু বড় আঘাত হওয়ায় বাঁচানো যায়নি। গাফিলতি হলে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু তা শুনে চিকিৎসকদের ওপর হাত তোলা হয়েছে। এটা ঠিক হয়নি। এরপর আরো দু ঘটনা ঘটেছে। যা দুঃখজনক।
স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, চিকিৎসকরা তাদের যথাসাধ্য দায়িত্ব পালন করেছে। কথায় কথায় চিকিৎসকদের গায়ে হাত তোলা যাবে না। যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে আইনী ব্যবস্থা নেয়া হবে এমনটাও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।