ডেঙ্গুতে রেকর্ড রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু আরও ৬
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ PM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৩৭০ জন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৩৮ জনে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের তিনজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে একজন করে রয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫০৭ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে ৩৬৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, বরিশাল বিভাগে ১২২ জন, খুলনা বিভাগে ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।