করোনায় শনাক্ত দুই শতাধিক
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৫ জুন ২০২২, ০৬:২৪ PM , আপডেট: ১৫ জুন ২০২২, ০৬:২৪ PM

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা না গেলেও শনাক্ত হয়েছেন ২৩২ জন। এর আগে মঙ্গলবার শনাক্ত হয়েছেন ১৬২ জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন।
বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ৮৮ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৯৮৮টি, অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৮৬টি। এ পর্যন্ত মোট এক কোটি ৪১ লাখ ৯৯ হাজারটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ৮৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘদিন আক্রান্তের সংখ্যা কম ছিল।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে শুধু দেশেই নয় বিশ্বব্যাপী অর্থনৈতিক ও মানসিক ধকল গেছে। এখনো বয়ে বেড়াতে হচ্ছে সেই ধকল। মহামারীর রুপ নেয়া ভাইরাসটি কেড়ে নিয়েছে অনেকে স্বজন। অনেকে বদলেছেন পেশা। জীবন ও জীবিকার এমন ধরণ পাল্টে দিয়েছে করোনা যা পুরো বিশ্ববাসী হতবাক।