হাসপাতালে ভর্তি শতাধিক ডেঙ্গুরোগী
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুন ২০২২, ০৬:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২২, ০৬:২৯ PM

ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েই চলছে। গত একদিনে দেশজুড়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১ জন। এখন পর্যন্ত ভর্তি ১১০ জন রোগী। চলতি বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ মৃত্যু হয়েছে একজনের।
শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সোয়া লাখ টাকা জরিমানা
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৬ জন ঢাকায় এবং পাঁচজন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১১০ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০২ জন। আর ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন আটজন।
আরও পড়ুন: মোবাইল কোর্ট চালাবে ডিএসসিসি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ২৪ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৭৪ জন।
এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে নতুন করে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অভিযান পরিচালনা করে পাঁচটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় এক লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
বুধবার (১৫ জুন) শুরুর দিনে করপোরেশনের বিভিন্ন অঞ্চলে ১২৫টি ভবন ও নির্মাণাধীন স্থাপনায় অভিযান চালানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো বলেন, আজ মুগদা হাসপাতাল সংলগ্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে ৩০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। এ সময় ১টি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরও আমরা সেই বাড়িতে লার্ভা পেয়েছিলাম।
এ বছরের শুরুতেও সেই বাড়ির মালিককে আমরা সতর্ক করেছিলাম। কিন্তু আজও সেই বাড়িতে মশার লার্ভা পেলাম।অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে আরও সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বৃহস্পতিবারও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হবে।