করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬
করোনার প্রভাব  © সংগৃহীত

করোনার প্রভাবে দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১২ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৬৫৬ জন।  

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২১২ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৬৫৬ জন।

 এদিকে  ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৩। আক্রান্তদের মধ্যে ৪২ জন ঢাকায় এবং ৩১ জন ঢাকার বাইরের।

মঙ্গলবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৪১ জন রোগী ভর্তি। এর মধ্যে শুধু ঢাকায় ১০৭ জন এবং ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়া পেয়েছেন এক হাজার ৩৩৫ জন।

এই বছর এখন পর্যন্ত একজন ডেঙ্গুতে মারা গেছে। এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন।