করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬
- মোমেন্টস রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৬:১০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২২, ০৬:১০ PM

২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৬২৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করে ৬২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
গত ২৪ ঘণ্টায় ৮৩৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন।
নতুন শনাক্ত ৬২৬ জনের মধ্যে ২৯১ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত একদিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা বেড়ে হয়েছে ৬ দশমিক ৮৩ শতাংশ। আগেরদিন এই হার ৬ দশমিক ১৪ শতাংশ ছিল।