করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে
- মোমন্টেস রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২২, ০৬:২৪ PM , আপডেট: ০১ আগস্ট ২০২২, ০৬:২৪ PM

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন ১ মৃত্যু নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৯২ জনে। আর নতুন শনাক্ত নিয়ে দেশে এই পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৫ হাজার ৬০৬ জনে। এর আগের দিন রোববার করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৬৫ জনের দেহে।
আজ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৯৫৩টি নমুনা পরীক্ষা করে ৩৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ৫ দশমিক ৮৬ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৩৮ শতাংশ।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন।