জাম্বিয়ায় ২৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক
জাম্বিয়ায় ২৭ অভিবাসীর মরদেহ উদ্ধার  © ফাইল ফটো

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জাম্বিয়ার রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় সাতাশ অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মৃতরা সবাই ইথিওপিয়া থেকে জাম্বিয়াতে এসেছিল। রোববার (১১ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে, এই মৃতদেহগুলোর পাশে একজন জীবিত মানুষকেও উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইথিপিয়া থেকে আগত এই অভিবাসীরা ক্ষুধা ও ক্লান্তিতে ‍মৃত্যুবরণ করায় তাদেরকে শহরের বাইরে একটি কৃষি খামারে ফেলে রাখা হয়।

রোববারের এই ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে জাম্বিয়ার লুসাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতরা সবাই ২০ থেকে ৩৮ এর মধ্যে বয়স।

এ ব্যাপারে জাম্বিয়ার পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে এক বিবৃতিতে বলেছেন, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর অন্যান্য শাখা এই ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে।’


মন্তব্য


সর্বশেষ সংবাদ