২ লাখ শ্রীলঙ্কান কর্মী নিবে সৌদি আরব! 

শ্রীলঙ্কা
  © সংগৃহীত

২০২৩ সালে শ্রীলঙ্কার দুই লাখ কর্মীকে বিভিন্ন খাতে নিয়োগ দিতে চায় সৌদি আরব। রিয়াদের পক্ষ থেকে সম্প্রতি এ আগ্রহের কথা কলম্বোকে জানানো হয়।

 শ্রীলঙ্কার শ্রম ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী মানুষা নানাইয়াক্কারা গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের জানান, ২০২২ সালে সৌদি আরবে ৫৪ হাজার শ্রীলঙ্কানের কর্মসংস্থান হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিদায়ী বছরে বিভিন্ন দেশে তিন লাখের বেশি শ্রীলঙ্কানের বিদেশে কর্মসংস্থান হয়, বেশির ভাগই মধ্যপ্রাচ্যের দেশে।
আর্থিক দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কায় এখন ডলার-সংকট চলছে। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশটির বৈদেশিক মুদ্রার মজুতের প্রধান উৎসগুলোর একটি। 

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ২০২২ সালে প্রবাসী কর্মীরা দেশে ৩৮০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার ভয়ংকর আর্থিক সংকটের পর বিভিন্নভাবে এ সংকাট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। এজন্য বিশ্বের বিভিন্ন দেশ তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। সৌদি আরবের এই পদক্ষেপ তাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে বলে তিনি মনে করেন। 


মন্তব্য