তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

তুরস্ক-সিরিয়া
  © সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কেই মারা গেছে ৩ হাজার ৪১৯ জন। আহত হয়েছে ২০ হাজারের বেশি মানুষ। আর সিরিয়ায় মারা গেছে ১ হাজার ৬০২ জন। 

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ করছে ২৪ হাজারের বেশি উদ্ধারকর্মী। তবে বৃষ্টির কারণে শীতের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় অনেক এলাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

উল্লেখ্য, সোমবার সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে হুহু করে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এরপরও তুরস্কে আরও দুটি স্বতন্ত্র ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়।

দেশ দুটিতে সাহায্যকারী দল পাঠাচ্ছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশও ১০ সদস্যের একটি সাহায্যকারী দল পাঠাচ্ছে। 


মন্তব্য