ফের গাজা উপত্যকায় ইসেরায়েলের রকেট হামলা

গাজা
  © দ্য জেরুজালেম পোস্ট

গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর অভিযোগ তুলে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কয়েকটি বিস্ফোরণের শব্দে কেপে ওঠে গাজা উপত্যকা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে এ তথ্য উঠে এসেছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) জানিয়েছে,  তারা একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। সেখানে রকেট নির্মাণ করত হামাস। তবে এই বিমান হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পশ্চিম তীরের প্রত্যক্ষদর্শীরা বলেন, ইহুদি সেনারা নাবলুসের একটি বাড়ি ঘিরে ফেলে। সেখানে বন্দুকযুদ্ধ হয়। এতে কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 


মন্তব্য