চিলিতে বাড়ছে ‘বার্ড ফ্লু’, বন্ধ ঘোষণা পোল্ট্রি মুরগি রফতানি

মুরগি
বাড়ছে ‘বার্ড ফ্লু’  © ফাইল ফটো

চিলির মধ্যাঞ্চলে আশঙ্কাজনক হারে ছড়িয়েছে বার্ড ফ্লু। সংক্রমণের বিস্তার ঠেকাতে মেরে ফেলা হয়েছে প্রায় ৪০ হাজার মুরগি। এমন অবস্থায় চার সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পোল্ট্রি রফতানি। 

বুধবার (১৫ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কৃষি ও খামার এজেন্সি।

জানা গেছে, রানকাগুয়া অঞ্চলের একটি পোল্ট্রি খামারে সোমবার (১৪ মার্চ) প্রথম শনাক্ত হয় বার্ড ফ্লু। সংক্রমিত হয়েছে এমন শঙ্কায় দেশজুড়ে খামারগুলোয় আরও বিপুল সংখ্যক মুরগি আলাদা করা হচ্ছে।

আরও পড়ুন: কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ২৬০ টাকা

চিলির পোল্ট্রি শিল্পে মুরগির সংখ্যা ৩০ মিলিয়নের বেশি। গত বছরও দেশটির বিভিন্ন খামারে ব্যাপক হারে ছড়িয়েছিল ভাইরাসটি। এর আগে প্রতিবেশী আর্জেন্টিনা নিশ্চিত করে বার্ড ফ্লু শনাক্তের খবর। বন্ধ করে মুরগি রফতানি। সবচেয়ে বড় পোল্ট্রি রফতানিকারী ব্রাজিলে এখনও শনাক্ত হয়নি বার্ড ফ্লু। ভাইরাসটির বিস্তার ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে গত মাসে একটি কমিটি গঠন করে লাতিন দেশগুলো।


মন্তব্য