হিজাব-বোরখা নিয়ন্ত্রনের জন্য সকল সড়কে বিশেষ ক্যামেরা বসাচ্ছে ইরান

আন্তর্জাতিক
বিশেষ ক্যামেরা বসাচ্ছে ইরান  © সংগৃৃহীত

বাধ্যতামূলক পোষাক বিধি অমান্যকারী নারীদের ক্রমবর্ধমান সংখ্যায় লাগাম টেনে ধরার অংশ হিসেবে ইরানি কর্তৃপক্ষ সড়কগুলোতে ক্যামেরা স্থাপন করছে। এর মাধ্যমে বোরকাবিহীন নারীদের চিহ্নিত এবং শাস্তি দেওয়া যাবে বলে পুলিশ শনিবার ঘোষণা দিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, বিধি লঙ্ঘনকারী নারীরা চিহ্নিত হওয়ার পর তারা ফোনে ‘পরিণাম সম্পর্কে সতর্কতামূলক ক্ষুদেবার্তা পাবে।’

বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান এবং অন্যান্য সরকারি সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘হিজাব আইনের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়তে চায় তাদের ঠেকানো’ এই পদক্ষেপের লক্ষ্য। হিজাববিরোধীদের এই ধরনের প্রতিরোধ দেশের আধ্যাত্মিক ভাবমূর্তিকে কলঙ্কিত করে এবং নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

গত সেপ্টেম্বরে নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী এক কুর্দি নারীর মৃত্যুর পর থেকে অনেক ইরানি নারী বোরকা পরা বাদ দিয়েছেন। ওই তরুণীর মৃত্যুর পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন করে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ