দীর্ঘ এক যুগ পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক
বিলাওয়াল ভুট্টো  © সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী। আগামী মাসে সাংহাই কোঅপারেশন সামিটে যোগ দিতে দিল্লী যাবেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। 

৪ মে থেকে ভারতের গোয়ায় শুরু হবে এই সম্মেলন। এতে ভারতীয় প্রতিপক্ষ এস জয়শঙ্করের সাথে বৈঠক করবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। দু'দেশের দীর্ঘ বৈরিতা সত্ত্বেও এসসিও'র প্রতি ইসলামাবাদের অঙ্গীকারের অংশ হিসেবে এ সফরের সম্মতি দেয়া হয় বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আঞ্চলিক নিরাপত্তা ব্লকটির অন্য দুই সদস্য চীন ও রাশিয়া। বিশ্বের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ আর ২৫ শতাংশ বৈশ্বিক জিডিপিও এই চারটি দেশের। তবে সম্মেলনের মতোই সমান গুরুত্ব পাচ্ছে ভারতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। 

এরআগে, ২০১৪ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ২০১১ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ভারত সফর করেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ