সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ১১ হাজার অভিবাসী

সৌদি আরব
  © সংগৃহীত

আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গত এক সপ্তাহে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এক আনুষ্ঠানিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল আরাবিয়ার।

গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৫ হাজার ৮৪৫ জনকে গ্রেপ্তার করা হয়।

৪ হাজার ২৫ জনকে গ্রেপ্তার করা হয় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য এবং আরও ১ হাজার ২০৭ জনকে শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আটক করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে গ্রেপ্তার হওয়া ৮৩৮ জনের মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান এবং ১৫ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিল।

জানা গেছে, আরও ৩০ জন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং তাদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার জন্য ১৯ জনকে আটক করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও এ তথ্য জানানো হয়। টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।


মন্তব্য