আদালতে হাজিরা দেওয়ার সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার

ইমরান খান
  © ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির অভিযোগে রাজধানী ইসলামাবাদে আদালতে হাজিরা দেওয়ার সময় গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মে) ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স।

আরও পড়ুন:- পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ‘সন্ত্রাসবাদ শিল্পের মুখপাত্র’ বললেন জয়শঙ্কর

আরও পড়ুন:- বিশ্বের কাছে অপদস্থ হচ্ছে পাকিস্তান: বিলাওয়ালের ভারত সফর নিয়ে ইমরান খান

তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন।

পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।

পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে। এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় মিডিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে খানকে রেঞ্জার্সের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

ভিডিও

সূত্র: আল জাজিরা, জিও নিউজ


মন্তব্য


সর্বশেষ সংবাদ