গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক
সরায়েলি বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত  © আল জাজিরা

গত দুই দিনে ইসরায়েলি বিমান হামলায় ৪ শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১০ মে) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের অধিকৃত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় গত দুই দিনে ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এপি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, ২১ জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরও ৬৪ জন। 

মঙ্গলবার (৯ মে) ফিলিস্তিনে সশস্ত্রগোষ্ঠী ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে গাজা ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। ওই হামলায় গোষ্ঠীটির ৩ জ্যেষ্ঠ নেতাসহ অন্তত ১৫ জন নিহত হন। এদের মধ্যে ৪টি শিশুও রয়েছে। 

পড়ুন>>> বিক্ষোভে ফুঁসছে পাকিস্তান 

পরে বুধবারও অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর উভয় এলাকায় হামলা করা হয় বিমান থেকে। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক জিহাদের ৩ যোদ্ধাসহ আরও ৬ ফিলিস্তিনি। দুই দিনে মোট ২১ জন নিহত হয়েছেন। 
 
এ বছরের শুরু থেকেই ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর— দুই ভূখণ্ডে নিহত হয়েছেন অন্তত ১২৬ জন।


মন্তব্য