নির্বাচনের আগমুহূর্তে ‘আয়া সোফিয়া’ মসজিদে নামাজ আদায় করলেন এরদোগান

তুরস্কে
  © ফাইল ছবি

তুরস্কে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বিখ্যাত হায়া সোফিয়া মসজিদে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর ফ্রান্স টুয়েন্টি ফোরের।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য যান তিনি। এসময় দলীয় কর্মী-সমর্থকরাও ছিলেন তার সাথে। এরদোগানের প্রতি ভালোবাসা থেকে একযোগে সালাত আদায় করেন। বিখ্যাত স্থাপনাটি নিয়ে চরম বির্তক ছিলো। এটি মিউজিয়াম থাকবে নাকি মসজিদ- সেটা নিয়ে ছিল বিবাদ।

পরে এরদোগানের চেষ্টায় পূণরায় ‘হায়া সোফিয়া’য় নামাজ আদায় শুরু হয়। শেষ মুহূর্তের জরিপ অনুসারে, শক্ত প্রতিদ্বন্দ্বি কামাল কিরিকদারোগলু ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন। তুরস্কের সাম্প্রতিক ইতিহাসে, এতো হাড্ডাহাড্ডি লড়াই আর হয়নি। বলা হচ্ছে, কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারবে না। নির্বাচন গড়াবে রান-অফে। যা ২৮ মে অনুষ্ঠিত হবে।


মন্তব্য