যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রে একটি গির্জার সামনে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। এ ছাড়া হামলাকারী যুবক পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১৫ মে) সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে একটি গির্জার বাইরে এই ঘটনা ঘটে। হামলাকারীর ছোড়া গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হন। পরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

পড়ুন>>> যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেস রয়টার্সকে বলেন, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন ব্যক্তির গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন। হামলাকারী গির্জার বাইরে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করে। তবে হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি নিয়মিত ঘটনা। উত্তর আমেরিকার এই দেশটিতে ২০২৩ সালে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।


মন্তব্য