ঘূর্ণিঝড় মোখা: মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে একশো

আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় মোখা

মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বুধবার (১৭ মে) জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব পরবর্তী দুইদিনে ৮০টির বেশি মরদেহ উদ্ধার করা হয়। বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদের সবাই মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের অধিবাসী।

সরকারি বিবৃতিতে মাত্র তিনজনের মৃত্যুর কথা বলা হলেও প্রত্যক্ষদর্শীদের সূত্র উল্লেখ করে রয়টার্স জানিয়েছে, ঝড়ে লণ্ডভণ্ড কয়েকটি গ্রামে মৃতের সংখ্যা একশ' ছাড়িয়ে যাওয়ার  আশঙ্কা রয়েছে।

পড়ুন>>> ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে অন্তত ৬০ জন নিহত

গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্যমতের ছায়া সরকারের মুখপাত্র জানিয়েছেন, মোখার আঘাতে রাখাইন রাজ্যের সিত্তওয়ে শহরেই চারশো বেশি মানুষ মারা গেছেন।

এদিকে, মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমার ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করছে ইউনিসেফ। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানান, মিয়ানমারের অবস্থা সবচে' নাজুক। ক্ষতিগ্রস্ত অঞ্চলে ভূমিধসের সতর্কবার্তাও দিয়েছে ইউনিসেফ।


মন্তব্য


সর্বশেষ সংবাদ