২৮ মে’র নির্বাচনে সিনান ওগান এরদোগানকে সমর্থন দিলেন

তুরস্ক
সিনান ওগান ও এরদোগান  © দ্য পেনিনসুলা কাতার

আগামী ২৮ মে দ্বিতীয় দফা (রানআপ) প্রেসিডেন্ট নির্বাচনে এটিএ জোটের প্রার্থী সিনান ওগান বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। 

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে ৫০ শতাংশের বেশি ভোটের প্রয়োজন হয়।  গত ১৪ মে প্রেসিডেন্ট নির্বাচনে পড়া ৯৯.৯৬ শতাংশ ভোটের মধ্যে এরদোয়ান পান ৪৯.৩ শতাংশ অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৫ শতাংশ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে সিনান ওগানের নেতৃত্বাধীন এটিএ জোট পায় ৫.২ শতাংশ ভোট।

কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচন হবে প্রধান দুই প্রার্থীর মধ্যে। এই নির্বাচনে উভয় প্রার্থী (এরদোয়ান, কিলিচদারোগলু) তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা লাভকারী সিনান ওগানের সমর্থন কামনা করছিলেন। সিনান ওগান সোমবার এরদোয়ানকে সমর্থন দিলেন।

আরও পড়ুন:- ২৮ মে দ্বিতীয় রাউন্ড নির্বাচনে এরদোগানের জেতার সম্ভাবনা ৮০ শতাংশ: জরিপ

যদিও আগে থেকেই তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনে জয়লাভ করবেন বলে বিভিন্ন জরিপে উঠে আসে। বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, তুরস্কের দ্বিতীয় রাউন্ডের নির্বাচন নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ করে ইউরেশিয়া গ্রুপ কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠান। তারা দেখিয়েছে, আগামী রবিবারের রানঅফ নির্বাচনে এরদোগানের জয়ের সম্ভাবনা ৮০ শতাংশ।

এবার সিনান ওয়াগনারের সমর্থনে এরদোগানের জয়ের সম্ভাবনা আরও কয়েক ধাপ বেড়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সূত্র: আল জাজিরা, এএফপি


মন্তব্য


সর্বশেষ সংবাদ