ট্রাম্প নির্বাচিত হলে ইউক্রেনের বারোটা বেজে যাবে: হিলারি ক্লিন্টন

মার্কিন
ডোনাল ট্রাম্প ও হিলারি ক্লিন্টন  © এবিসি

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র- উভয়ের পতন হবে।

ডেমোক্র্যাটিক দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে হেরে যান হিলারি ক্লিন্টন।ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে হিলারি বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হলে ট্রাম্প জয়লাভ করতে পারবেন বলে তিনি মনে করেন না।

তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে তিনি ন্যাটো সামরিক জোট থেকে আমেরিকাকাকে বের করে নেবেন। ফলে কার্যত ইউক্রেনের প্রতি আর কোনো মার্কিন সহায়তা পাঠানো হবে না।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করেছিলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হবেন। হিলারি দাবি করেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ট্রাম্প ছিলেন একটি আশীর্বাদ এবং তিনি ক্ষমতায় থাকার সময় ওই দু’জনকে উপহার দিয়ে গেছেন।-পার্স টুডে


মন্তব্য