গবেষণা

৮০ ভাগ চীনা নাগরিক ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে দোষী মনে করে

ইউক্রেন যুদ্ধ
  © ফাইল ছবি

চীনের শতকরা ৮০ ভাগ মানুষ ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দোষী বলে মনে করে। এই যুদ্ধের জন্য চীনের দশ ভাগের কম নাগরিক রাশিয়াকে দোষারোপ করে।

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজি তাদের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে দেখা যায় শতকরা ৮০.১ ভাগ মানুষ যুদ্ধের জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী করে। এছাড়া ১১.৭ ভাগ মানুষ দোষী সাব্যস্ত করেছে ইউক্রেনকে আর ৮.২ ভাগ মানুষ এই যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী মনে করে।

এই যুদ্ধের ফলাফল হিসেবে শতকরা ৩৪.১ ভাগ মানুষ মনে করে সাধারণ মানুষের ওপর এই যুদ্ধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। ২০.৫ ভাগ মানুষ মনে করে এই যুদ্ধের কারণে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণা প্রতিবেদনে দেখা যায়- বেশিরভাগ চীনা জনগণ আমেরিকার প্রতি আস্থাহীন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন সরকার অনেকটা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। দু দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বেইজিং কিছু উদ্যোগ নিয়েছে। তবে শান্তি প্রতিষ্ঠার সমস্ত উদ্যোগ বানচাল করার জন্য তৎপর রয়েছে আমেরিকা ও বৃটেনসহ পশ্চিমা কিছু দেশ।


মন্তব্য