জম্মু ও কাশ্মীরে ৫.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক
জম্মু ও কাশ্মীর  © ফাইল ফটো

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কয়েক সেকেন্ড স্থায়িত্ব থাকা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক চার। খবর এনডিটিভির।

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, আজ বেলা দেড়টায় জম্মু ও কাশ্মীরে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে কেঁপে ওঠে দিল্লিসহ পাকিস্তানের লাহোরও। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি লেখে, ‘আজ ১টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে জম্মু ও কাশ্মীরের ডোডাতে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ছয় কিলোমিটার।

এদিকে, ভূমিকম্পের সময়ের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, একটি ঘরের ভেতরের ঝাড়বাতি ও বৈদ্যুতিক ফ্যান কম্পনের জেরে দুলছে।


মন্তব্য