শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করছে নেদারল্যান্ডস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৩, ০৭:২৪ PM

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করতে যাচ্ছে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। পড়ালেখার ওপর প্রযুক্তি পণ্যের ক্ষতিকর প্রভাব রুখতে ডাচ সরকার এ পদক্ষেপ নিচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডাচ সরকারের মূল্যায়ন, মোবাইল ফোন, ট্যাব ও স্মার্ট ওয়াচ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী বছর থেকে শ্রেণিকক্ষে এসব প্রযুক্তি পণ্য আনার অনুমতি দেওয়া হবে না।
সিদ্ধান্তটির যৌক্তিকতা প্রসঙ্গে নেদারল্যান্ডসের সরকার জানিয়েছে, শ্রেণিকক্ষে শিক্ষাগ্রহণের ওপর মোবাইল ফোনসহ সংশ্লিষ্ট প্রযুক্তি পণ্যের ক্ষতিকর প্রভাবের বিষয়ে ক্রমবর্ধমানভাবে প্রমাণ পাওয়া যাচ্ছে। এসব পণ্যের কারণে শিক্ষার্থীরা পড়ালেখায় ঠিকমতো মনোনিবেশ করতে পারে না। তাদের কর্মক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।
এসব বিষয় আমলে নিয়ে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শ্রেণিকক্ষে মোবাইল ফোনের পাশাপাশি ট্যাবলেট ও স্মার্ট ওয়াচ আনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে নেদারল্যান্ডস সরকার।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্কুল কর্তৃপক্ষকে নিজস্ব উপায় খুঁজতে বলেছে সরকার। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আগামী অক্টোবরের মধ্যে একটি নীতিমালা প্রস্তুত করতে দেশটির স্কুলগুলোর কর্তৃপক্ষকে সরকার নির্দেশনা দিচ্ছে।
দেশটির ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোট সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপের বিষয়ে তারা ২০২৪ সালের গ্রীষ্মকাল নাগাদ অগ্রগতি মূল্যায়ন করবে। মূল্যায়নের ফলাফল সন্তোষজনক না হলে সরকার তখন আইনি পদক্ষেপ নেবে।
নেদারল্যান্ডসের শিক্ষামন্ত্রী রবার্ট ডিজগ্রাফ দেশটির পার্লামেন্টে বলেছেন, ‘আমি আশা করি, পদক্ষেপটি একটি সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা করবে। এতে শিক্ষার উন্নতি হবে।’