সুইডেনে ১ লাখ কপি কুরআন বিতরণ করবে কুয়েত, নেপথ্যে যে কারণ

কুরআন
  © ফাইল ফটো

সুইডেনে পবিত্র কুরআনের এক লাখ কপি বিতরণের উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির কুরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে পবিত্র কুরআনের সুইডিশ অনুবাদ ছাপানোর নির্দেশ দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ। 

কুয়েতের কুরআন মুদ্রণ ও প্রকাশনা কর্তৃপক্ষের প্রধান ড. ফাহাদ আল-দাইহানি জানান, সুইডিশ ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ ছাপানোর কার্যক্রম চলছে। তিনি বলেন, কুয়েতের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কুরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।

মূলত, মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, নীতি, ইতিবাচক মনোভাবের প্রসার, সহনশীলতা ও পারস্পরিক সহাবস্থান প্রসারের লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। 

উল্লেখ্য, গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে সালওয়ান মোমিকা নামের এক যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। মুসলিম দেশগুলোর তীব্র নিন্দার মুখে ঘটনার চার দিন পর সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘ইসলামবিদ্বেষ’ আখ্যায়িত করে এর নিন্দা জানায়।

সূত্র : কুয়েত টাইমস


মন্তব্য


সর্বশেষ সংবাদ