মোদিকে হটাতে নতুন জোট ‘ইন্ডিয়া’

আন্তর্জাতিক
মোদিকে হটাতে নতুন জোট ‘ইন্ডিয়া’  © সংগৃৃহীত

কংগ্রেস-সহ ভারতে ২৬টি বিরোধীদলের নেতারা তাদের জোটের নাম ‘ইন্ডিয়া’ ঘোষণা করেছেন। বেঙ্গালুরুতে দলগুলোর বৈঠকের দ্বিতীয় তথা শেষ দিন মঙ্গলবার বিরোধী জোটের এই নামকরণ চূড়ান্ত করা হয়। 

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, কংগ্রেসের রাহুল গান্ধী প্রথম ‘ইন্ডিয়া’ নামটি সুপারিশ করেন। জোট ‘ইন্ডিয়া’র পুরো নাম ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’। 

বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এনডিএ ও বিজেপি, আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার?’

সে সময় কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানান, পাটনা ও বেঙ্গালুরুর পর বিরোধী দলগুলোর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে মুম্বাইতে। 

ভারতে সাধারণ নির্বাচন আগামী বছর। এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির বিরুদ্ধে লড়তে নতুন জোট গঠন করেছে ২৬টি বিরোধী দল। এই জোটের নাম আইএনডিআইএ (ইন্ডিয়া), যার পূর্ণরূপ ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বিরোধী দলের নেতাদের দুই দিনব্যাপী বৈঠকের শেষ দিন মঙ্গলবার নতুন জোটের নাম ঘোষণা করা হয়। ২০২৪ সালের নির্বাচনের জন্য বিরোধীদের এই পদক্ষেপকে ‘মোদি বনাম আইএনডিআইএ’ যুদ্ধ বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কর্ণাটকে বিরোধী শিবিরের বৈঠক শুরু হয় গত সোমবার। এর আগে গত ২৩ জুন পাটনায় জেডি (ইউ) দলের নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ডাকে বিরোধীরা প্রথম বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানেই নতুন জোট গঠনের ইঙ্গিত মেলে। আর বেঙ্গালুরুতে দুই দিনব্যাপী বৈঠক ছিল তারই পরবর্তী পদক্ষেপ। এবারের বৈঠকের আহ্বায়ক কংগ্রেস। প্রথম দিনের বৈঠক শেষে নৈশভোজে অংশ নেন বিরোধী দলের নেতা-নেত্রীরা। এতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলটির নেতা রাহুল গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ডিএমকে নেতা এমকে স্টালিন প্রমুখ।