রফতানিতে শুল্ক কমাতে ভারতে পেঁয়াজের বাজারে ধর্মঘট

পেঁয়াজ
  © ডিএনএ ইন্ডিয়া

পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট করছেন ভারতের ব্যবসায়ীরা। উত্তরপ্রদেশের নাসিকে অবস্থিত এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটি (এপিএমসি) সোমবার এ ধর্মঘট শুরু করেছে।

নাসিকের এ মার্কেটটিকেই এশিয়ার বৃহত্তম পেঁয়াজের মার্কেট হিসেবে গণ্য করা হয়। এ মার্কেটে ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য মার্কেটেও।

এখানে প্রতিদিন গড়ে দেড় লাখ টন পেঁয়াজ বিক্রি হয়। এক দিনেই প্রায় ৩০ কোটি টাকার বেচা-কেনা হয়নি। এই মার্কেটটি বন্ধ থাকায় অন্যান্য মার্কেটের সরবরাহও ২-৩ দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে।

এদিকে, গত সপ্তাহে মুম্বাইয়ের কিছু অংশে পেঁয়াজের খুচরা দাম কেজিপ্রতি ২৫ থেকে ৩০ রুপি থেকে বেড়ে ৩৫ থেকে ৪০ রুপি হয়েছে। যদি ধর্মঘটের প্রভাব মহারাষ্ট্রের অন্যান্য পেঁয়াজ-উৎপাদন কেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়ে তবে দাম আরো বাড়তে পারে। মুম্বাইভিত্তিক একজন রপ্তানিকারকের মতে, কিছু বড় ব্যবসায়ীদের দ্বারা মজুত করার কারণে আঘাত হানে।

ভারত ২০২৩ অর্থবছরে ৩ কোটি ১৮ লাখ টন পেঁয়াজ উৎপাদন করেছে, যার ৪০ শতাংশই এসেছে মহারাষ্ট্র থেকে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া, মিন্ট


মন্তব্য