রাশিয়া শস্য চুক্তিতে রাজি: এরদোগানকে পুতিন

পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান  © রয়টার্স

রাশিয়া কৃষ্ণসাগর শস্য চুক্তি নিয়ে আলোচনা করতে রাজি আছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) এ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলাপকালে পুতিন তাঁকে এ ব্যাপারে আশ্বাস দেন। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ আলোচনা সফল হলে শিগগির ইউক্রেন থেকে শস্য সরবরাহ সহজ হবে এবং বিশ্বে খাদ্যের সংকট কাটবে। 

উল্লেখ্য, ২০২২ সালে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য চুক্তিতে রাজি হয় রাশিয়া। এতে বিশ্বে খাদ্য সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু এর এক বছর পর গত জুলাই মাসে চুক্তি নবায়ন করার কথা থাকলেও রাশিয়া তাতে রাজি হয়নি। এতে স্থগিত হয়ে যায় কৃষ্ণসাগর শস্য চুক্তি। 

এর পর পুতিনকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ নিয়ে কথা বলতে মস্কোয় যান তিনি। আলোচনার পর জানা গেল, পুতিন রাজি আছেন। 

সোচি রিসোর্টে আলোচনা করার সময় প্রাকৃতিক গ্যাসের ব্যাপারে রাশিয়া ও তুরস্কের চুক্তি নিয়েও কথা বলেন এই দুই নেতা। চুক্তির ব্যাপারে এরদোয়ানকে পুতিন বলেন, আমি জানি আপনি শস্য চুক্তি নিয়েই কথা বলবেন। এ ব্যাপারে আমরা সমঝোতা করতে রাজি আছি।   

এ সময় এরদোয়ান বলেন, শস্য চুক্তি নিয়ে সুখবর পেতে পুরো বিশ্ব তাকিয়ে আছে। এই বৈঠক থেকে ভালো সংবাদের আশা করছেন সবাই। বিশেষ করে আফ্রিকার অনেক দেশ। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার পর দেশটি থেকে বিশ্বে বিভিন্ন শস্য সরবরাহ থমকে যায়। এর কারণ, কৃষ্ণসাগরের করিডর বন্ধ করে দেওয়া। এরপর গত বছরই এ নিয়ে চুক্তিতে রাজি হয় রাশিয়া।

সূত্র: রয়টার্স, আল জাজিরা, ফাইন্যান্সিয়াল টাইমস, লস এঞ্জেলেস টাইমস


মন্তব্য


সর্বশেষ সংবাদ