মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২, বিশ্বনেতাদের সমবেদনা ও সাহায্যের আশ্বাস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ PM

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় চারদিকে হাহাকার করছেন মানুষ।
শনিবার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
শুক্রবার মরক্কোর স্থানীয় সময় রাত ১১টার একটু পর আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মরক্কোর মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকাশে শহর ও পাহাড়ি অঞ্চলগুলো। রাতের আঁধারে ভূমিকম্প হওয়ায় এখনো পুরোপুরিভাবে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেই যেতে পারছেন না উদ্ধারকারীরা।
সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মারাকাশে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। পর্যটকদের রেস্তোরাঁ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু জায়গায় দেয়াল ভেঙেছে। ভূমিকম্পের পর মানুষ ঘরের বাইরে বের হয়ে আসেন। সারা রাত তারা বাইরেই কাটান।
মরক্কোর ভয়াবহ ভূমিকম্পের বর্ণনা এমনভাবেই বার্তা সংস্থা এএফপিকে বলছিলেন ৪৩ বছর বয়সী মাইকেল বিজেট বলেন, মনে হচ্ছিল আমার বিছানা উড়ে যাচ্ছে। আমি অর্ধনগ্ন হয়ে বাইরে বেরিয়ে পড়ি। বেরিয়ে দেখি পুরো বিশৃঙ্খল অবস্থা। ফরাসি এ নাগরিকের তিনটি বাড়ি রয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মারাকেশ শহরে।
ভূমিকম্পের সময় গাড়ি চালাচ্ছিলেন ফয়সাল বাদৌড়। তিনি এএফপিকে বলেন, ভূমিকম্পের ভয়াবহতা বুঝতে পেরে আমি থেমে যাই। এটি খুব ভয়াবহ ছিল। কান্না ও চিৎকার সহ্য করার মতো ছিল না।
এদিকে মাকারেশের হাসপাতালগুলোতে আহত রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
মরক্কোর ভয়াবহ এই ভূমিকম্পে বিশ্বনেতারা শোক প্রকাশ করছে এবং সাহায্যের ঘোষণা দিয়েছেন।
সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আইডিএফ এবং প্রতিরক্ষা মন্ত্রককে হোম ফ্রন্ট কমান্ডের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটের মাধ্যমে জরুরি সহায়তা প্রদানের জন্য অবিলম্বে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। মরক্কোর পক্ষ থেকে তাদের নির্দিষ্ট প্রয়োজনের বিষয়ে প্রতিক্রিয়া পাওয়ার পরে এই সাহায্য পাঠানো হবে।
ফরাসি প্রেসিডেন্টের সমবেদনা ও সাহায্যের প্রস্তাব
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন যে তিনি মরক্কোতে ভূমিকম্পে "বিধ্বস্ত" হয়েছেন, যাতে কমপক্ষে ৬৩২ জন নিহত হয়েছে এবং ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার প্রস্তাব দিয়েছেন।
"মরোক্কোতে ভয়াবহ ভূমিকম্পের পর আমরা সবাই বিধ্বস্ত হয়ে গেছি, ফ্রান্স প্রাথমিক চিকিৎসায় সাহায্য করতে প্রস্তুত।" ম্যাক্রোঁ তার এক্স-এ (পূর্বনাম টুইটার) লিখেছেন।
স্পেনের প্রধানমন্ত্রীর সমবেদনা প্রকাশ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মরক্কোতে "ভয়ানক" ভূমিকম্পে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
"এই ভয়ানক ভূমিকম্পের প্রেক্ষিতে মরক্কোর জনগণের প্রতি আমার সমস্ত সংহতি এবং সমর্থন ... স্পেন এই ট্র্যাজেডির শিকার এবং এর পরিবারের সাথে আছে," তিনি এক্স-এ লিখেছেন।
পুতিন মারাত্মক ভূমিকম্পে মরক্কোকে সমবেদনা জানিয়েছেন: ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভূমিকম্পের পর মরক্কোর "বন্ধুত্বপূর্ণ মানুষদের" প্রতি সমবেদনা জানিয়েছেন।
"রাশিয়ায়, আমরা বন্ধুত্বপূর্ণ মরক্কোর জনগণের বেদনা এবং শোক ভাগ করে নিই।" পুতিন মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠকে একটি বার্তায় বলেছিলেন, "বিধ্বংসী ভূমিকম্পের দুঃখজনক পরিণতির জন্য আন্তরিক সমবেদনা।"
প্রেসিডেন্ট এরদোগানের ঘোষণা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান "বিধ্বংসী ভূমিকম্পের" পর মরক্কোকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।
"আমরা এই কঠিন সময়ে আমাদের মরক্কোর ভাইদেরকে সবরকমভাবে সমর্থন করব," তিনি এক্স-এ একটি বার্তায় বলেছেন, যা পূর্বে টুইটার নামে পরিচিত ছিল।
মরক্কোবাসীর প্রতি সমবেদনা জানালো জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূমিকম্পের পর মরক্কোর প্রতি সংহতি প্রকাশ করেছেন।
“মরাকেশ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারানোর জন্য এইচএম কিং মোহাম্মদ ষষ্ঠ এবং সমস্ত মরক্কোর প্রতি আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ইউক্রেন এই দুঃখজনক সময়ে মরক্কোর সাথে সংহতি প্রকাশ করেছে, ”জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বলেছেন।
সূত্র: আল জাজিরা, জেরুজালেম পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল