মরক্কোয় ভূমিকম্প:

সাহায্যের জন্য চিকিৎসা, ত্রাণ ও উদ্ধারকাজে ১৬৫ জনকে প্রস্তুত রেখেছে তুরস্ক

এরদোগান
  © ফাইল ছবি

মরক্কোর ভয়াবহ ভূমিকম্পে চিকিৎসা, ত্রাণ এবং অনুসন্ধান ও উদ্ধারের জন্য ২৬৫ সদস্যকে প্রস্তুত রেখেছে তুরস্ক। এছাড়া মরক্কোতে পরিবহনের জন্য ১০০০ তাঁবু বরাদ্দ করেছে।

তুর্কি দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বলেছে যে এটি মরক্কো থেকে দুর্যোগের কল পেলে চিকিৎসা, ত্রাণ এবং অনুসন্ধান ও উদ্ধার সংস্থার ২৬৫ সদস্যকে সতর্ক অবস্থায় রেখেছে। তারা বলছে, রাবাতে কর্তৃপক্ষের কাছ থেকে অনুরোধ পেলে মরক্কোতে পরিবহনের জন্য ১০০০ তাঁবু বরাদ্দ করা হয়েছে।

এর আগে এক টুইটবার্তায় মরক্কোয় ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

উল্লেখ্য, উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮২০ ছাড়িয়েছে। পর্যটকদের হটস্পট মারাকেশে এই ভূমিকম্পের ঘটনায় কিছু আগেও এই সংখ্যা ছিল ৬০০ বা তার  কিছু বেশি। কর্তৃপক্ষের বরাতে বিকেল ৪টায় ফরাসি সংবাদ সংস্থা এএফপির সর্বশেষ তথ্য বলছে, সেই সংখ্যা বেড়ে এখন অন্তত ৮২০। আল জাজিরার খবরেও মৃতের সংখ্যা ৮২০ জনের কথা বলেছে।

দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ১১ মিনিটে হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ছয় দশমিক আট। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, পর্যটননগরী মারাকেশ শহরের ৭২ কিলোমিটার বা ৪৫ মাইল দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। এর গভীরতা ছিল ১৮ দশমিক পাঁচ কিলোমিটার। ভূমিকম্পের জেরে কেঁপে উঠে উপকূলীয় শহর রাবাত, কাসাব্যালন্স ও ইসাওরিয়াও। এএফপি তার ৪টার প্রতিবেদনে বলছে, এ ঘটনায় আরও ৬৭২ জন আহত হয়েছে, যার মধ্যে ২০৫ জন গুরুতর।


মন্তব্য


সর্বশেষ সংবাদ