তুরাগ নদের ধারে শিঙাড়ার দোকানে ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট
  © সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো আজ তুরাগ নদে ভ্রমণ করেছেন। এটি একটি অনির্ধারিত নৌভ্রমণ ছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের পর তিনি সেখানে যান। 

সূত্র জানায়, ফরাসি প্রেসিডেন্ট নৌভ্রমণের জন্য যে জাহাজটি ব্যবহার করেন সেটি ফ্রেন্ডশিপ এনজিওর।

ম্যাখোঁ তার দুই দিনের ঢাকা সফরে আজ সোমবার তুরাগ নদে ঘুরতে গেলে রাস্তার পাশের একজন বিক্রেতা তাকে শিঙাড়া-সমুচা-জিলাপি খাওয়ার অনুরোধ করেন। সেখানে তিনি হাসিমুখে কথা বলেন, তার সঙ্গে করমর্দন করেন।


মন্তব্য


সর্বশেষ সংবাদ