চুরি করা তেল-গ্যাসের জন্য আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে সিরিয়া
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ PM

সিরিয়ার ভূখণ্ডে মার্কিন দখলদারিত্ব এবং দেশটির গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ লুটপাটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক। একই সাথে সিরিয়া অভিযোগ করেছে, মার্কিন সেনারা তেল এবং গ্যাস সম্পদ লুটপাট করেছে এবং এজন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ আলবেনিয়াকে লেখা এক চিঠিতে এই দাবি জানিয়েছে সিরিয়া। দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
আরও পড়ুন:- রাশিয়ায় ফসলের ক্ষেতে নেমে গেল বিমান, প্রাণে বাঁচল দেড় শতাধিক যাত্রী
আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করে মার্কিন সেনারা সিরিয়ায় যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তার অবসান ঘটানোর জন্য দামেস্ক সরকার কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সংস্থাটির প্রতি আহ্বান জানায়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের কাছে দেশের প্রাকৃতিক ও জ্বালানি সম্পদ লুটের সম্ভাব্য যে হিসাব দিয়েছে তাতে বলা হয়েছে, ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মার্কিন সেনারা ১১৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের সম্পদ লুট করেছে।
চিঠিতে দাবি করা হয়েছে, "আমেরিকান কর্মকর্তাদের এই চুরির জন্য জবাবদিহি করতে হবে এবং আমেরিকান প্রশাসনকে তাদের জন্য ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে।"
এছাড়া সিরিয়া থেকে সমস্ত আমেরিকান সামরিক কর্মী প্রত্যাহার এবং সমস্ত তেল ও গ্যাস ক্ষেত্রগুলিকে সরকারী নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:- লিবিয়ায় ঘূণিঝড় ও বন্যায় নিহত ৩,০০০, আন্তর্জাতিক সাহায্যের আহ্বান
গত মাসের শেষের দিকে, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছিলেন যে, দেশে মার্কিন সামরিক উপস্থিতি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে। জর্ডানের আল-মামলাকা টিভির সাথে কথা বলার সময়, তিনি উল্লেখ করেছেন যে, ওয়াশিংটন সামগ্রিকভাবে "মধ্যপ্রাচ্য থেকে কখনও দূরে সরে যাবে না"। মিলি এই অঞ্চলে ওহাবি দায়েশের (“আইএসআইএস”/ “আইএসআইএল” এর আরবি সংক্ষিপ্ত রূপ) দ্বারা সৃষ্ট বিপদের কথা উল্লেখ করেছেন। তিনি এও স্বীকার করেছেন যে এই অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার না করার অন্যতম প্রধান কারণ হল তেল।
সূত্র: পার্স টুডে, আল আহাদ নিউজ