‘সব সমস্যা’ নিয়ে আলোচনায় কিম-পুতিন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১ PM

রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত ভসটোচনি কসমোড্রোনে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরের মাঝেই ফের স্বল্প মাত্রার দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিয়ং-ইয়ং। বুধবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে মহাকাশ কেন্দ্রটিতে পৌঁছালে উত্তর কোরীয় সর্বোচ্চ নেতাকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর কিমকে ২০১৬ সালে প্রতিষ্ঠিত মহাকাশ কেন্দ্রটি ঘুরে দেখান রাশিয়ার সরকার প্রধান। চার বছর পর দু'নেতার সাক্ষাতের মূহূর্তটি প্রকাশ করা হয় সামাজিক মাধ্যম টেলিগ্রামে।
সফররত উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তারা ‘সব সমস্যা’ নিয়ে আলোচনা করবেন। দুই রাষ্ট্রনেতা বুধবার যখন রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রের চারপাশে হাঁটছিলেন তখন পুতিন কিমকে এটা নিশ্চিত করেন। খবর-বিবিসি
পুতিন উত্তর কোরিয়ার নেতাকে আরও নিশ্চিত করেন যে, তারা স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে আলোচনা করবেন। এ কারণেই তারা এই মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে বসে রয়েছেন।
রাশিয়ার ভস্টোচনি কসমোড্রোমে ওই বৈঠকে পুতিন বলেন, তিনি উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে সহায়তা করবেন। কারণ এ বছর উত্তর কোরিয়া দু’বার তা উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছে।
ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে একটি অস্ত্র চুক্তিও চূড়ান্ত হতে পারে। এই চুক্তি অনুসারে পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে গোলাবারুদ সরবরাহ করবে।
সামরিক চুক্তির বিষয়ে পুতিন বলেন যে, তারা ‘সব বিষয়’ নিয়ে আলোচনা করবেন।