লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় নিহত বেড়ে ৬ হাজার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ PM

লিবিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও বন্যায় মৃতের সংখ্যা ৬ হাজারে পৌঁছেছ। এছাড়া আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ আছে বলে জানিয়েছে লিবিয়ার ইউনিটি সরকার।
জাতিসংঘ বলছে, লিবিয়ার বন্যায় অন্তত ৩০ হাজার মানুষ নিখোঁজ। খবর আল জাজিরার।
পূর্ব লিবিয়া প্রশাসন বলেছে, এখন পর্যন্ত শুধু দেরনায় ৫,৩০০ জনের মৃতদেহ গণনা করা হয়েছে। সেই সংখ্যা বাড়তে পারে এবং এমনকি দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্ব লিবিয়া পরিচালনাকারী প্রশাসনের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিচেম চকিউয়াত বলেছেন, দেরনার সমুদ্র "প্রতিনিয়ত কয়েক ডজন করে মৃতদেহ ফেলে দিচ্ছে"।
তিনি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়ে বলেন, লিবিয়ার এখন দুর্যোগ মোকাবেলার সমর্থ নেই।
আরও পড়ুন:- বিয়ের অনুষ্ঠানে থাকায় বাঁচলেন পুরো গ্রামবাসী
ইসলামিক রিলিফ বন্যার ক্ষতিগ্রস্থদের জন্য প্রথমিকভাবে ১ লক্ষ পাউন্ডের সাহায্য পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছেখাদ্য, কম্বল এবং গদি।
"মরক্কোতে ভূমিকম্পের পর মাত্র কয়েক দিনের মধ্যে উত্তর আফ্রিকা দুটি বিধ্বংসী বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, যেখানে ইসলামিক রিলিফ একটি জরুরি উদ্ধারকারী দল পাঠিয়েছে," এনজিওটি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে।
এছাড়া বিভিন্ন দেশ রেসকিউ টিম, মেডিকেল সাপ্লাই, খাদ্য ও তাবুসহ বিভিন্নভাবে সাহায্য পাঠাচ্ছে।