বাখমুতে একটি গ্রামকে পুনরুদ্ধর করেছে ইউক্রেন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২০ PM

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে তারা প্রধান সন্মুখ সারির শহর বাখমুতের কাছের আন্দ্রিভকা গ্রাম পুনরুদ্ধার করেছে। গ্রামটিকে পুনরুদ্ধারের এক দিন পর বিষয়টি জানানো হলো।
বৃহস্পতিবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ার একটি ঘোষণায় বলেন, কিয়েভ রাশিয়ান বাহিনীর কাছ থেকে পূর্ব গ্রামের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে, সেখানে এখনো লড়াই চলছে। ইউক্রেনের জেনারেল স্টাফ শুক্রবার বলেছেন যে গ্রামটি ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে এসেছে।
ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুকে তাদের প্রতিদিনের অপারেশনাল আপডেটে বলেন, প্রতিরক্ষা বাহিনী দোনেৎস্ক অঞ্চলের আন্দ্রিভকা গ্রাম মুক্ত করেছে। সেখানে চালানো অভিযানে শত্রুপক্ষের জনশক্তি ও সরঞ্জামের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইউক্রেন বাহিনী দখলকৃত সীমান্তে প্রবেশ করেছে।
আন্দ্রিভকা গ্রামটি বাখমুত থেকে প্রায় ১৪ কিলোমিটার (নয় মাইল) দক্ষিণে, যেখানে আনুমানিক প্রাক-যুদ্ধের সময় জনসংখ্যা ১০০ জনেরও কম ছিলো।
আর যুদ্ধের পূর্বে বাখমুতের জনসংখ্যা ছিলো প্রায় ৭০, ০০০। ইউক্রেনের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে এই অঞ্চলে। এরপর রাশিয়া এটা দখল করে নেয়।
সূত্র: এএফপি, মস্কো টাইমস, টিআরটি ওয়ার্ল্ড, হুরিয়াত ডেইলি নিউজ, ইউরো নিউজ, নিউজউইক