‘মুরগি’ বানিয়ে শাস্তি দেওয়ায় বরখাস্ত হতে হলো সরকারি কর্মকর্তাকে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ PM

এক ব্যক্তিকে মুরগির মতো করে বসিয়ে শাস্তি দেওয়ায় এক সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের বেরেলি জেলার মিরাজগঞ্জ শহরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) উদিত পাবারের কাছে শ্মশানের জায়গা পাওয়ার জন্য যান ভুক্তভোগী পাপ্পু। এদিকে অভিযুক্ত পাবার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভুক্তভোগী ব্যক্তি তিনদিন তাঁর অফিসে এসেছিলেন। তিনি নিজেই ওই অঙ্গভঙ্গিতে বসেছিলেন।
পাপ্পু জানান, অন্যান্য গ্রামবাসীর সঙ্গে শ্মশানের জায়গার জন্য তিনি এসডিএম অফিসে যান। তবে তিনি তাঁদের অনুরোধ না রেখে আরও শাস্তি দেন।
ভুক্তভোগী বলেন, এসডিএম স্যার আমাকে মুরগির মতো বসিয়ে রেখেছিলেন। আমি যখন জিজ্ঞেস করলাম কেন এমন করলেন? তিনি আমাকে আরও নির্যাতন করতে লাগলেন।
গ্রামবাসীর ভাষ্য, তাঁদের গ্রামে কোনো শ্মশান নেই। কিছু জায়গা মুসলিমরা কবরস্থানের জন্য ব্যবহার করলেও তাঁদের সৎকারের জায়গা নেই। আর এ জন্যই তাঁরা প্রশাসনের কাছে গিয়েছিলেন।
এ নিয়ে অভিযুক্ত উদিত পাবার বলেন, গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে ওই অঙ্গভঙ্গিতে বসেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কেন এমন করলেন? এমন সময় একজন ভিডিওটি ধারণ করে। আমি তাঁকে শাস্তি দিয়েছি এটি সত্য নয়।
বেরেলি জেলার ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেন, তদন্তে উদিতের বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিলেছে। এ জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে।