ভারতের সঙ্গে ‘মুক্ত বাণিজ্য চুক্তি’র আলোচনা স্থগিত করলো কানাডা

কানাডা-ভারত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  © ফাইল ছবি

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে কানাডা। আগামী মাসে এই আলোচনা হওয়ার কথা ছিল। কানাডার বাণিজ্যমন্ত্রী মেরি এনজি আলোচনা স্থগিত হওয়ার তথ্য জানান। খবর রয়টার্সের।

তবে কী কারণে ভারতের সাথে এই বাণিজ্য মিশন স্থগিত করলো কানাডা, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের সাইড লাইনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকে আপত্তি জানান নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:- ‘মুরগি’ বানিয়ে শাস্তি দেওয়ায় বরখাস্ত হতে হলো সরকারি কর্মকর্তাকে

তবে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, খালিস্তান আন্দোলন ও কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়কে নিয়ে অটোয়ার সাথে বিবাদ দিল্লির। দীর্ঘদিন ধরেই কানাডায় সক্রিয় খালিস্তানি মুভমেন্টের কার্যক্রম। ভারতের আহ্বান স্বত্ত্বেও এই ইস্যুতে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি কানাডা।

সম্প্রতি অন্টারিওতে অনুষ্ঠিত একটি রোড শোতে তুলে ধরা হয় খালিস্তানি মুভমেন্টের বিভিন্ন কার্যক্রম। ওই ঘটনা নিয়েও হয় সমালোচনা।

এর আগে শুক্রবার, ভারত বলেছিল যে তারা কানাডার সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। কানাডা এই মাসের শুরুতে অনুরূপ ঘোষণা করেছিল, বলেছিল যে "স্টক নেওয়ার" জন্য এই ধরনের বিরতি প্রয়োজন ছিল।

উল্লেখ্য, চার মাস আগে দুই দেশ বলেছিল যে তারা এই বছর একটি প্রাথমিক বাণিজ্য চুক্তি সিল করার লক্ষ্য নিয়েছে।


মন্তব্য