মেক্সিকোর মাদকসম্রাট ‘এল চাপো’র পুত্র মার্কিন আদালতে নির্দোষ প্রমাণিত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ AM

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন মেক্সিকোর মাদকসম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে অভিদিও গুজম্যান। সোমবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
‘এল রাতন’ বা ‘দ্য মাউস’ নামে পরিচিত ৩৪ বছর বয়সী অভিদিও গুজম্যানকে চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করে মেক্সিকো। একই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ অভিযুক্ত করা হয়েছিল তাকে। গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।
অভিদিও গুজম্যানের বাবা এল চাপো কুখ্যাত মাদক সম্রাট। বিশ্বের বৃহত্তম মাদক সিন্ডিকেট চালানোর জন্য ২০১৯ সালে দোষী সাব্যস্ত হন তিনি। বর্তমানে কলোরাডোর একটি কারাগারে বন্দি রয়েছেন এল চাপো।
এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সোমবার গুজম্যানকে শিকাগোর একটি আদালতে তোলা হয়। একাধিক মাদক পাচার, মানি লন্ডারিং ও অস্ত্র মামলায় তিনি নির্দোষ প্রমাণিত হন।
গুজম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন, ফেন্টানাইল, হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা পাচারে বহু অভিযোগ রয়েছে।
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে ‘সিনালোয়া কার্টেল’ নামে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এল চাপো। মার্কিন প্রশাসনের তথ্যানুযায়ী, এল চাপো গ্রেপ্তার হওয়ার পর তার ছেলেরাই সেটি দেখভাল করে আসছিলেন।