ভারত যেখানে চাঁদে যাচ্ছে, পাকিস্তান সেখানে ভিক্ষা চাইছে: নওয়াজ শরীফ

নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ভারতরে চন্দ্র অভিযান ও জি-২০ সম্মেলন  © রিপাবলিক ওয়ার্ল্ড

নিজের দেশ পাকিস্তানকে ধুয়ে দিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। নওয়াজ শরিফ জানিয়েছেন, আজ ভারত চাঁদে চলে যাচ্ছে। ভারতে জি২০ মিটিং হয়েছে। আর পাকিস্তান গোটা বিশ্বের কাছে এক বিলিয়ন ডলারের জন্য ভিক্ষে করছে। 

তিনি পাকিস্তানের এই দুরবস্থার জন্য সাবেক সেনা জেনারেল ও বিচারপতিদের দায়ী করেছেন।

লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে লাহোরের একটি জনসভায় নওয়াজ বলেন, ‌‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ভিক্ষা চাইতে। আর ভারত এই সময়ে চাঁদে পৌঁছে গেছে, জি ২০ সম্মেলন আয়োজন করছে। ভারত যা অর্জন করতে পেরেছে, পাকিস্তান কেনো তা পারেনি। এ জন্য কে দায়ী?’

এই প্রশ্নের জবাব নওয়াজ নিজেই দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে ব্যক্তি (নওয়াজ) দেশকে লোডশেডিং দূর করেছিল, তাকেই চার বিচারপতি বাড়ি ফেরত পাঠায়।’ ‘(সাবেক) প্রধান বিচারপতি সাকিব নিসার ও আসিফ সাঈদ খোসা তাদের হাতিয়ার (সাবেক সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধান)। তাদের এই অপরাধ হত্যার সমান। তাদের দায়মুক্তি দেওয়া জাতীয় অবিচার। তারা কোনোভাবেই দায়মুক্তি পেতে পারে না।’ 

সঙ্গত, দুর্নীতি মামলা চলাকালে অসুস্থতার অজুহাতে ২০১৯ সালে লন্ডনে যান। সেখানেই কার্যত অন্তরীন আছেন। সেখান থেকেই তোপ দেগেছেন তিনি। পাকিস্তান সুপ্রিম কোর্ট তাকে আগেই খারিজ করেছিল। এমনকী কোনও পাবলিক অফিস তিনি যাতে করতে না পারেন সেব্যাপারেও নিষেধাজ্ঞা তার উপর আরোপ করা হয়েছিল। তবে পাকিস্তানে ফেরার ব্যাপারে চেষ্টা চালাচ্ছেন নওয়াজ। মূলত ভোট নিয়ে নাড়াচাড়া হতেই ফের দেশের মাটিতে রাজনীতির বৃত্তে ফেরার জন্য তিনি উদ্যোগ নিতে শুরু করেছেন। তবে তিনি আদৌ পাকিস্তানে ফিরতে পারবেন কি না তা নিয়ে সন্দেহটা থেকেই গিয়েছে। তবে তার মধ্য়ে যেভাবে তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সমালোচনা করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, রিপাবলিক ওয়ার্ল্ড, ইন্ডিয়া টুডে, টাইমস নাউ 


মন্তব্য


সর্বশেষ সংবাদ